সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছে জানকীছড়া এলাকায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলওয়ে সেতুর ক্ষতিগ্রস্ত গার্ডার ঠিক করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে রেল যোগাযোগ বন্ধ হয়।
শ্রীমঙ্গল রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের জানকীছড়া এলাকায় রেলওয়ের ১৫৭ নং সেতুটির মূল গার্ডারের নিচের মাটি সরে যায়। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সোয়া ১২টার দিকে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
এর আগে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেছিলেন, শনিবার সকাল থেকে এ রুটে আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করেনি। তিনি বলেন, চলতি বছরের ১৬ জানুয়ারি, ২৫ ফেব্রুয়ারি এবং ৪ এপ্রিল পাহাড়ি ঢলে এই সেতুটি ভেঙে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। শুক্রবার দিবাগত রাতেও একই ঘটনা ঘটে। তবে লাইন মেরামত হওয়ায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।