কেন্দ্র দখলের প্রস্তুতির সময় আটক ৬
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।
কেন্দ্র দখলের প্রস্তুতির সময় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁদের মৌলভীবাজার সদর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
রাশেদুল জানান, ওই ছয়জন কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।