শেরপুরে জাল ভোটের অভিযোগ

Looks like you've blocked notifications!

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চারটি ইউনিয়নে আজ শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে অনেক কেন্দ্রে জাল ভোট পড়ছে বলে অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা।

এর মধ্যে সকালে সকালে ভেলুয়া ইউনিয়নের চকবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, যে যার মতো জাল ভোট দিচ্ছেন। শুধু জাল ভোটই নয়, একটি মহিলা বুথে দেখা গেল ভোটের বাক্স ঘিরে রেখেছেন এক প্রার্থীর সমর্থকরা।

এই কেন্দ্রের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট জানালেন, চেয়ারম্যানের ব্যালট রেখে দিচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টরা।

এখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাল ভোট দেওয়ার অভিযোগে এক প্রার্থীর স্ত্রী আলেয়া বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভেলুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেল একই অবস্থা। এখানে জালভোট পড়ছে নৌকার পক্ষে। জাল ভোট দেওয়ার অভিযোগে এখানে আটক করা হয়েছে নৌকা প্রতীকের দুই সমর্থককে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি ইউনিয়নেই কমবেশি জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।