বাংলাদেশিদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন ২ কর্মকর্তা

আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন দুই কর্মকর্তা। গতকাল বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ওই স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমরা দুজন কর্মকর্তাকে ওমান থেকে জিবুতি পাঠাচ্ছি। সেখান থেকে তাঁরা ইয়েমেনের এডেনে যাবেন। ওই দুজন ইয়েমেনে বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করবেন। দরকারি ভ্রমণ নথিপত্র দেবেন। প্রয়োজনে জাহাজে করে পারাপারে সাহায্য করবেন।’
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ওই দুই কর্মকর্তা আগামী শুক্রবারের মধ্যে ইয়েমেনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়, জাহাজে পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে তারা বাংলাদেশিদের ফেরত আনতে সহায়তা করবে।
হুতি বিদ্রোহীদের দমনে কয়েক দিন ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হামলা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত বহু লোক নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র।