মৌলভীবাজারে আ. লীগের ফল খারাপ

Looks like you've blocked notifications!

মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে আজ ভোট হয়েছে। দিনভর ভোট শেষে রাতে এসব ইউনিয়নের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, ১২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চারটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। দলের বিদ্রোহী প্রার্থীরা জিতেছেন আরো দুটি ইউনিয়নে। 

এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থীরা দুটি ইউনিয়নে বিজয়ী হলেও দলটির বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন চারটি ইউনিয়নে। 

মৌলভীবাজারের ইউপি ভোটে যাঁরা চেয়ারম্যান হলেন- খলিলপুর ইউপিতে অরবিন্দু পাল (আওয়ামী লীগ), মনুমুখ ইউপিকে আবদুল হক সেফুল (বিএনপি বিদ্রোহী), কামালপুর ইউপিতে ফয়সল আহমদ (বিএনপি), আপার কাগাপলায় মো. আজির উদ্দিন (আওয়ামী লীগ), আখাইলকুড়ায় সেলিম আহমদ (বিএনপির বিদ্রোহী), একাটুনায় আবু সুফিয়ান (আওয়ামী লীগ), চাঁদনীঘাট ইউপিতে আখলাই মিয়া (বিএনপির বিদ্রোহী), কনকপুর ইউপিতে রেজাউর রহমান চৌধুরী (আওয়মী লীগ বিদ্রোহী), আমতৈল ইউপিতে রানা খান শাহিন (বিএনপি), নাজিরাবাদ ইউপিতে সৈয়দ এনামুল হক রাজা (বিএনপির বিদ্রোহী), মোস্তফাপুর ইউপিতে মো. তাজুল ইসলাম তাজ (আওয়ামী লীগ বিদ্রোহী), গিয়াসনগর ইউপিতে গোলাম মোস্তফা (আওয়ামী লীগ)।