শিকলে বাঁধা শিশু উদ্ধার
ছেলেকে হাত-পায়ে শিকল দিয়ে বেঁধে ভ্যানে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন মা। কিন্তু পথে জনতার রোষানলে পড়েন তিনি। পরে পুলিশ ছেলেটির হাত-পায়ের শিকল খুলে দিয়ে আবার মায়ের হাতেই তুলে দিয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাত-পায়ে শিকল বাঁধা হৃদয়কে (১৫) একটি ভ্যান-রিকশায় দেখতে পান তাঁরা। তখন তাঁরা ছেলেটির চিৎকার শুনে কাছে ছুটে আসেন। এ সময় ভ্যানচালক পালিয়ে যান।
জানা গেছে, ছেলেটির মা কাঞ্চন বেগমের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায় জেলার ডাকবাংলা বাজার সংলগ্ন ডহরপুকুর গ্রামে। তাঁর প্রথম স্বামী ফারুক মারা গেছেন। জীবিকার তাগিদে তিনি ১৫ বছর ধরে ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। তিন মাস আগে কাঞ্চন বেগম দ্বিতীয় বিয়ে করেছেন।
কাঞ্চন বেগম বলেন, তাঁর ছেলে অবাধ্য। তাই তাঁকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। ছেলে যেতে রাজি না হওয়ায় শিকল দিয়ে বেঁধে ঘুমের বড়ি খাইয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
তবে হৃদয় জানায়, তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ৮টার দিকে ছেলেটিকে শিকলমুক্ত করে তার মায়ের হাতেই তুলে দেওয়া হয়েছে।