রৌমারীতে বাইসাইকেলের জয়
কুড়িগ্রামের রৌমারী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জেপি (মঞ্জু) একটি করে ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন রৌমারী সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে শহিদুল ইসলাম শালু, যাদুরচর ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকে সরবেশ আলী ও শৌলমারী ইউনিয়নে জেপির (মঞ্জু) বাইসাইকেল প্রতীক নিয়ে হাবিল।
শনিবার ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে দেশের ৬১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।