শেরপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় যুবক নিহত

Looks like you've blocked notifications!
শেরপুরের শ্রীবরদী নির্বাচনী সংঘর্ষে আহত বুরুজ আলীর মৃত্যু হয়েছে। ওই সংঘর্ষে আহত কয়েকজনকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বুরুজ আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১১টার দিকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুরুজের মৃত্যু হয়।

নিহত বুরুজ আলী শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে।

ওই সংঘর্ষে আহত হয়েছেন আরো ১০ জন। তাঁরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে গতকাল শনিবার রাত ৮টার দিকে ভেলুয়া ইউনিয়নের বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে দুই সদস্য প্রার্থী আজিজুল ও ফরহাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ফরহাদের সমর্থক বুরুজ আলীসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। তাঁদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুরুজের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আসাদ বলেন, ‘নির্বাচনী সংঘর্ষে আহত বেশ কয়েকজন রোগী গত রাতে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়। গুরুতর আহত বুরুজ আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলা হলেও তাঁর স্বজনরা তাকে নিতে দেরি করায় রাতে সে মারা যায়।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ এনটিভি অনলাইকে বলেন, ‘গতকাল রাতে ভোট গণনা শেষ হওয়ার অনেক পরে নির্বাচনী সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু রাতে কোনো পক্ষই ব্যাপারটি পুলিশকে জানায়নি।’