ঝিনাইদহে ১০ লাখ টাকা লুটের ঘটনায় জবানবন্দি
পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সিঁড়িতে গুলি করে গ্রাহকের ১০ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক আবদুস সাত্তার।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ফাহমিদা জাহাঙ্গীর আসামি আবদুস সাত্তারের ১৬৪ ধারায় জবাববন্দি রেকর্ড করেন।
একই ঘটনায় নারীসহ আটক করা হয়েছে আরো তিনজনকে। এঁরা হলেন যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের সুজন হোসেন (২৭), ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার ইমরান হোসেন (৩২) ও তাঁর স্ত্রী রত্না খাতুন (২৩)। লুট হওয়া টাকার মধ্যে এ পর্যন্ত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান সন্ধ্যা ৭টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।
গত ২৯ মে সকাল ১০টার দিকে জেলা শহরের হামদহ এলাকার রেজাউল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ফারুক হোসেন পূবালী ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় সিঁড়িতে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে ১০ লাখ আট হাজার টাকা ও চার লাখ ৫০ টাকার চেক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ফিলিং স্টেশনের অপর ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরো পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।