উলিপুরে এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে রমজান মাসের প্রস্তুতি হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
অন্যান্য বছরের মতো এ বছরও ইসলামিক রিলিফ বাংলাদেশ উপজেলার বুড়াবুড়ী, দুর্গাপুর, পাণ্ডুল, হাতিয়া, ধরনীবাড়ী ও দলদলিয়া ইউনিয়নের ৬৮০টি অসহায় এতিম পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে।
উলিপুর উপজেলার চেয়ারম্যান মো. হায়দার আলী মিঞা আজ সকালে হাতিয়া ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপ্রতি ২৫ কেজি মিনিকেট চাল, তিন কেজি চিনি, তিন কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি সয়াবিন তেল।
ইসলামিক রিলিফ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় হাতিয়া ইউনিয়নে ১২৯টি, ধরনীবাড়ী ইউপিতে ১১৫টি, দুর্গাপুর ইউনিয়নে ১৫৮টি, বুড়াবুড়ী ইউনিয়নে ১৫৪টি, পাণ্ডুল ইউনিয়নে ৭৪টি এবং দলদলিয়া ইউনিয়নে ৫০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।
খাদ্যদ্রব্য বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের হিউম্যানিটারিয়ান কর্মসূচির প্রধান গোলাম মোতাচ্ছিম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, হাফিজ মো. রুহুল আমীন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।