‘খাবারে বিষক্রিয়ায়’ অসুস্থ শতাধিক পোশাকশ্রমিক
গাজীপুরের জিরানিতে তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি কারখানায় ‘খাবারে বিষক্রিয়ায়’ দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের সুপার (এসপি) আবুল খায়ের এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে কারখানার সরবরাহ করা রুটি, কলা ও পানি খেয়ে ৫০ জনের মতো শ্রমিক অসুস্থ হয়ে যায়। পরে তাদের সাভারের কোরিয়া মৈত্রী হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ সকালে বিরতির সময় পানি পান করলে আরো অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়।এ সময় অনেকেই মাথা ঘুরে পড়ে যায় এবং বমি করতে থাকে বলে জানান এসপি।
কোরিয়া মৈত্রী হাসপাতালের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোগীদের অবস্থা স্থিতিশীল আছে।