ঝালকাঠিতে ডাকাত সন্দেহে ৪ জনকে পিটুনি

Looks like you've blocked notifications!
ঝালকাঠি সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গণপিটুনির শিকার চারজন। ছবি : এনটিভি

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের পূর্ব ওস্তাখান গ্রামে গতকাল রোববার দিবাগত রাতে ডাকাত সন্দেহে চারজনকে পিটুনি দিয়েছে লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন সদর উপজেলার প্রতাপপুর গ্রামের মো. সবুজ ওরফে কালু খন্দকার (৩৫), নৈকাঠি গ্রামের মো. বাদল ফকির (৩৭), শিরযুগ গ্রামের মো. সুফিয়ান মোল্লা (৪০) ও বারুহার গ্রামের মো. রাজ্জাক মৃধা (৩৫)। 

সদর থানার পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাতে দেশি অস্ত্র নিয়ে পূর্ব ওস্তাখান গ্রামের মানিক মৃধার দোকানে ডাকাতির প্রস্তুতি নেয় চার ডাকাত। বিষয়টি টের পেয়ে ওই ব্যবসায়ী ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন তাঁর চিৎকার শুনে গ্রামের সব সড়ক ঘিরে ফেলে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এস এম মাহামুদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা ডাকাতদের পুলিশে সোপর্দ করে। পুলিশ ডাকাতদের কাছ থেকে রামদা, চাপাতি ও শাবল উদ্ধার করে।

এ ঘটনায় আজ সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, এরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে ঝালকাঠিসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।