ফায়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা

ময়মনসিংহের মুক্তাগাছায় গতকাল সোমবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করে দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। একই সময় পেট্রলবোমায় একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মুক্তাগাছা ফায়ার সার্ভিস অফিসের একটি গাড়িতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গেই আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সময়ে অফিসের উল্টোদিকের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পার্থ এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড নামের একটি খালি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। বাসটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পেট্রলবোমা হামলার প্রতিবাদে আজ বিকেল ৩টায় মুক্তাগাছা বাস মালিক সমিতি প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে।