ইউপি নির্বাচন

প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নৌকার প্রার্থীর

Looks like you've blocked notifications!
আজ সোমবার দুপুরে জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যাপক ওমর ফারুকের চেম্বারে রৌহা ইউনিয়নের নৌকার প্রার্থী ফরিদা ইয়াসমিনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। ছবি : এনটিভি

ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। 

আজ সোমবার দুপুরে জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যাপক ওমর ফারুকের চেম্বারে এক সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী ফরিদা ইয়াসমিনের পক্ষে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মান্না লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ফলাফল সন্ধ্যার মধ্যেই পাওয়া যায়। কিন্তু অজ্ঞাত কারণে বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল রাত ৯টা পর্যন্ত ঘোষণা না দিয়ে প্রিসাইডিং কর্মকর্তা আটকে রাখেন।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘নির্বাচনে বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণে কারচুপি, জাল ভোট প্রদান, নৌকার এজেন্টদের মারধর করা হয়। এই কেন্দ্রে ভোটের ফলাফলও পরিবর্তন করা হয়। প্রিসাইডিং কর্মকর্তা নৌকার এজেন্টের স্বাক্ষর জাল করে ধানের শীষের পক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন।’

‘এই ইউনিয়নে প্রিসাইডিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বাতেন জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৪২৫ ভোট এবং নৌকার প্রার্থী ফরিদা ইয়াসমিন পেয়েছেন তিন হাজার ৪০১ ভোট। ব্যবধান ২৪ ভোট।’

সংবাদ সম্মেলন থেকে বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় এই কেন্দ্রের ভোটগ্রহণের দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।