আলমডাঙ্গায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তিওরবিলা গ্রামের গাজীর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম (৩৬) তিওরবিলা গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত বাড়ির পাশ থেকে নজরুলকে তুলে নিয়ে যায়। এরপর গাজীর মাঠে নিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রথমে কুপিয়ে আহত করে। পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 

খবর পেয়ে তিওরবিলা পুলিশ ক্যাম্প ও আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে, কারা এবং কী কারণে নজরুলকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।