ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার আজ সোমবার এ খবর নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান দুপুরে জানান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা নাশকতার মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ করা হয়েছে। সে কারণে চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আলীমের বিরুদ্ধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।