হরতাল বাড়ল ৩৬ ঘণ্টা

সারা দেশে চলমান ৭২ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে নতুন করে টানা ৩৬ ঘণ্টার এ হরতালের বিষয়টি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘বিএনপি ও ২০-দলীয় জোটের সব নেতা-কর্মী ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করে সুষ্ঠু ও অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার জন্য জনদাবির পক্ষে আমরা দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।’ যোগ করেন সালাহ উদ্দিন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশব্যাপী ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের নির্বিচারে খুন, গুম, হামলা-মামলা ও গণগ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সব জ্যেষ্ঠ নেতার অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে চলমান ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।’
২০ দলের চলমান ৭২ ঘণ্টার হরতাল শেষ হবে কাল বুধবার সকাল ৬টায়। নতুন করে ডাকা হরতাল চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ হরতালের ফলে বুধবারের এসএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলো।
হরতালের কারণে গতকাল সোমবারের পরীক্ষাটি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।