সাভারে গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত
সাভার উপজেলায় পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বোমকাসংলগ্ন পাতারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে উপজেলার মইস্তাপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের ছেলে হৃদয় (১০) এবং একই গ্রামের কৃষক আব্দুর রহমানের ছেলে শুভ (১০)। দুজনই স্থানীয় শ্যামপুর জাহাঙ্গীর খান দারুল উলুম মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া এনটিভি অনলাইনকে জানান, বিকেলে তিন শিশু সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জ-সংলগ্ন মাঠে খেলতে যায়। সেখানে একটি গ্রেনেড পেয়ে একজন তা পকেটে নিয়ে নেয়। তিন শিশু একসাথে হেঁটে বাড়ি ফেরার পথে হঠাৎ বিকট শব্দে গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এতে তিনজনই মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‘সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।’ বলেন ওসি।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ারুল কাদের নাদিম এনটিভি অনলাইনকে বলেন, শুভর ডান পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। কোমরের কাছে গভীর গর্ত আর বাম হাতের কনুই পর্যন্ত উড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। হৃদয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া আহত সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চিকিৎসক।