চেয়ারম্যান হওয়ার একদিন পরই চলে গেলেন নাসির
নির্বাচিত হওয়ার একদিন পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন তালুকদার (৪৫)। গতকাল রোববার দিবাগত রাতে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক মারা যান। (ইন্না লিল্লালি...রাজিউন)।
নাসির উদ্দিন তালুকদার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদারের ছোট ভাই। তিনি গত ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দুই হাজার ৮৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
গতকাল রাত ১০টার দিকে নজরুল বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নজরুল এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। নজরুলের ছেলে অমি উচ্চ মাধ্যমিকে এবং মেয়ে অরিন অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে।
আজ বাদ জহুর নারায়ণপুর ইউনিয়ন পরিষদ মাঠে নজরুলের জানাজা হয়। জানাজা শেষে নারায়ণপুর পুটিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।