আটক শিকারীকে ছাড়াতে বনকর্মীদের ওপর হামলা
ভোলা মনপুরায় আটক এক হরিণ শিকারীকে ছাড়িয়ে নিতে বনপ্রহরীদের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ একটি শিকারী দল। এ সময় বিট কর্মকর্তাসহ ছয় বনপ্রহরীকে মারধর করে শিকারীকে নিয়ে পালিয়ে যায় সঙ্গীরা। আহতদের মনপুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের রিজিরখালে বনবিভাগের কর্মীরা হরিণ শিকারীদের ধরতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় একটি হরিণের মাথা উদ্ধার করে বনবিভাগ।
শিকারীদের হামলায় আহতরা হলেন বনপ্রহরী শাহাবুদ্দিন (২৫), বাহাদুর (৩৪), মাসুদ পারভেজ (২৮), মশিউর রহমান (২৮), পারভেজ (২৫) ও বিট কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫)। আহতদের উদ্ধার করে মনপুরা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট ইউনিয়নের বিট কর্মকর্তার নেতৃত্বে বনপ্রহরীরা হাজিরহাট ইউনিয়নের রিজিরখালে হরিণ শিকারীদের ধরতে যায়। একপর্যায়ে হরিণ শিকারীদের একজনকে হরিণের মাথাসহ আটক করে বনবিভাগের বনপ্রহরীরা।
পরে হরিণ শিকারীরা সংঘবদ্ধ হয়ে বনপ্রহরীদের ওপর হামলা চালিয়ে আটককৃত হরিণ শিকারীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, দীর্ঘদিন ধরেই এরা হরিণ শিকার করে আসছিল। সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।