২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি
২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা ও রানা প্লাজার নিহত, নিখোঁজ-আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ওই শ্রমিক সংগঠন।
সমাবেশে শ্রমিক হত্যাকাণ্ডের বিচার ও রানা প্লাজার সামনে অবৈধ দোকান উচ্ছেদ করে শ্রমিক স্মৃতিসৌধ নির্মাণের দাবি করা হয়। সমাবেশে লাল পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
প্রতিবাদ সমাবেশে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের স্বজনরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা অবিলম্বে রানা প্লাজা ধসের সাথে জড়িতদের গ্রেপ্তার করে সরকারের কাছে ফাঁসির দাবি জানান। দাবি না মানলে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার কথা জানান নেতারা।