কুড়িগ্রামে প্যানেল শিক্ষকদের মানববন্ধন
সুপ্রিম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে প্যানেলভুক্ত শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার প্যানেলভুক্ত শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্যানেল ভুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান, আব্দুল জলিল প্রমুখ। বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২৮ হাজার ৬১১ জন প্যানেলভুক্ত শিক্ষককে কোনো টালবাহানা ছাড়াই একই সাথে নিয়োগ দিতে হবে। আর তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা আরো বলেন, দীর্ঘ চার বছর ধরে আমরা প্যানেলভুক্ত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করে আসছি। এখন সুপ্রিম কোর্ট থেকে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের পূর্ণাঙ্গ রায় দিলেও রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।