১৩ দিন যান চলবে না ঢাকা-সিলেট মহাসড়কে

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর সংস্কারকাজের জন্য ১৩ দিন যান চলাচল বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়কে। ছবি : এনটিভি

ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার থেকে ২২ জুন ভোর পর্যন্ত ১৩ দিন যান চলাচল বন্ধ থাকবে।

মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর সংস্কারকাজের জন্য এ সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বিষয়টি জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে সংস্কারকাজ চলার সময় যাত্রী ও চালককে বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ঢাকা থেকে যেসব গাড়ি আসবে, তাদের বাহুবলের মীরপুর বাজারে এসে শ্রীমঙ্গল রোড হয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

উৎপল সামন্ত জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করার কথা ছিল। কিন্তু গতকাল থেকে না হয়ে যান চলাচল আজ শুক্রবার ভোর থেকে বন্ধ রাখা হয়।