শ্রীমঙ্গলে ভুয়া র‍্যাব কমান্ডার আটক

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে আবদুল করিম নামের একজনকে আটক করা হয়েছে।

র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি হায়াতুন নবীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে করিমকে আটক করা হয়। তিনি নিজেকে র‍্যাব কমান্ডার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ঝুপুয়া গ্রামে।

আজ শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলে র‍্যাব কার্যালয়ে আয়োজিত বিফিংয়ে জানানো হয়, ভুয়া র‍্যাব কমান্ডার আবুল করিম দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে মৌলভীবাজার-হবিগঞ্জ এলাকার মানুষকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। তিনি সর্বশেষ হবিগঞ্জের চুনারুঘাটের শামসুদ্দিন নামের জনৈক ব্যক্তিকে র‍্যাবে চাকরি দেওয়ার কথা বলে নগদ ৭৫ হাজার টাকা নেন। শামসুদ্দিন বিষয়টি র‍্যাবকে জানান।