পাঁচ মিনিটের ঝড়ে পিরোজপুরের দুই গ্রাম লণ্ডভণ্ড

Looks like you've blocked notifications!
পিরোজপুরে ঝড়ে দুই গ্রামের গাছপালা ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি। ছবি : এনটিভি

পিরোজপুরের নাজিরপুরে মাত্র পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দুটি গ্রাম। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চাঁদকাঠি ও ঠুটাখালী গ্রাম ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়।  

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়। এরপর ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে তাঁরা বাড়ির ভেতরে আশ্রয় নেন। এরপরই বুঝতে পারেন প্রচণ্ড বাতাসে ঘরটি ওপরের দিকে উঠে যায়। তছনছ হয়ে যায় ঘরের ভেতরের জিনিসপত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, মুহূর্তের মধ্যে প্রচণ্ড বাতাসে গাছপালা ভেঙে বেশ কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। ভেঙে যায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন। এতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

চাঁদকাঠি গ্রামে ঘরের নিচে চাপা পড়ে এক নারী মারাত্মকভাবে আহত হন। তাঁকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।