পঞ্চগড়ে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, আটোয়ারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে গত শনিবার অসৌজন্যমূলক আচরণ ও শ্লীলতাহানি করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা বিষয়টি দেখে ফেলে। প্রধান শিক্ষক তা গোপন করতে শিক্ষার্থীদের ভয় দেখান।
ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে গত রোববার ক্ষুব্ধ লোকজন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি জানায় এবং বিদ্যালয়ের শিক্ষক কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
আজ শনিবার আটোয়ারীর সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল আলম ওই বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কক্ষের তালা খুলে দিতে গ্রামের লোকজনকে চাপ দেন। এতে ওই কর্মকর্তা গ্রামবাসীর রোষানলে পড়েন। পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্রহণের আশ্বাস দিলে গ্রামবাসী তালা খুলে দেয়।
প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। আটোয়ারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান।