বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলল তিন মাস পর
তিন মাস পর খোলা হয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ শনিবার রাতে কার্যালয়টি খোলা হয়।
রাত ৮টার দিকে কয়েকজন নেতা-কর্মী নিয়ে কার্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করেন দলটির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন।
এর আগে কার্যালয়ের সামনে মোতায়েন করা পুলিশ সরিয়ে নেওয়া হয়। এর পরপরই বিএনপির পক্ষ থেকে কার্যালয়ে প্রবেশের উদ্যোগ নেওয়া হয় বলে নেতা-কর্মীরা জানান।
তবে কার্যালয় খুলে দেওয়া বা নেতা-কর্মীদের প্রবেশ সম্পর্কে কিছু জানাতে পারেননি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তাদের পার্টি অফিস, তারা খুলতেই পারে।’
এর আগে গত ৩ জানুয়ারি রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নয়াপল্টনের কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বাইরে ছিল পুলিশের পাহারা।