সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ খুরশীদ জাহান হকের দশম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় বোন খুরশীদ জাহান হক ২০০৬ সালের আজকের এই দিনে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম, মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মরহুমার বড় ছেলে শাহরিয়ার আখতার হক ডন, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার বাদ আসর জেল রোডে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান মিন্টু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, আলহাজ মাহবুব আহম্মেদ, মো. খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গলিয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোকাররম হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মো. রেহাতুল ইসলাম খোকা, পৌর মহিলা দলের আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
১৯৩৯ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। দিনাজপুর জেলা বিএনপির সভানেত্রী ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যানের পদও অলঙ্কৃত করেন। ১৯৯১-৯৬ সালের শাসনামলে খুরশীদ জাহান হক একজন মনোনীত এমপি হিসেবে দিনাজপুরে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেন। তাঁর প্রতিটি মুহূর্ত কেটেছে উন্নয়ন ভাবনা নিয়ে। শুধু উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, জেলা-উপজেলা, ইউনিয়ন, গ্রাম-গ্রামান্তর, পাড়া-মহল্লায় সর্বত্র সশরীরে উপস্থিত থেকে বিএনপির রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
দিনের পর দিন প্রতিটি এলাকায় গণসংযোগ করে সংগঠন হিসেবে বিএনপিকে এক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করান তিনি। তার প্রমাণ অনেক প্রতিকূল অবস্থায়ও ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী নির্বাচিত হন। খুরশীদ জাহান হক ২০০৬ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হোন। এ সময় তিনি বিদেশে চিকিৎসাধীন থাকায় নিজ হাতে পদক গ্রহণ করতে পারেননি।
একই বছরের ১৪ জুন মৃত্যুবরণের পর শেষ ইচ্ছা অনুযায়ী নিজ নির্বাচনী আসন এলাকা দিনাজপুর জেলা শহরে অবস্থিত উত্তর ফরিদপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয় মা-বাবার কবরের পাশে।