তথ্যমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বুধবার রাজবাড়ীতে মানববন্ধন হয়। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ  বুধবার রাজবাড়ী জেলা জাসদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তারা হত্যার হুমকিদাতা জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

জেলা জাসদ সভাপতি আহমেদ নিজাম মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, সাবেক সংসদ সদস্য আবদুল মতিন, স্বপন কুমার দাস, কুতুবউদ্দিন সিদ্দিকী, আবদুল লতিফ লাল, আবদুল হক প্রমুখ।

গত ১২ জুন জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনুর কাছে একটি প্যাকেট পাঠানো হয়। এই প্যাকেটে কাফনের কাপড় পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। কাফনের কাপড়ের সঙ্গে লালকালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া তথ্যমন্ত্রীর একটি ছবিও ছিল। এ ছাড়া একটি সাদা কাগজ ছিল। তাতে লেখা ছিল ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’।