সাতক্ষীরার সীমান্তবর্তী পাটক্ষেতে শিশুর লাশ

Looks like you've blocked notifications!

নিখোঁজের একদিন পর সাতক্ষীরার কুশখালি সীমান্তের পাটক্ষেত থেকে শিশু ফাহিম আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুশখালি সীমান্তের মেইন পিলার ১২ থেকে ২০০ গজ বাংলাদেশ  অভ্যন্তরে লাশটি পড়ে ছিল । এ সময় তার নাক ও কানে রক্তপাতের চিহ্ণ দেখা দেখা গেছে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, চতুর্থ শ্রেণির ছাত্র ফাহিম আহমেদের ( ৮) বাবা মনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। তার বাড়ি সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে। মায়ের সঙ্গে কুশখালি গ্রামে নানা হাজি মোহাম্মদ আলীর বাড়িতে থাকত ফাহিম।

পরিবারের বরাত দিয়ে এসআই আরো জানান, ফাহিম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিষয়টি পরে পুলিশকেও জানিয়েছিল তারা। আজ সন্ধ্যায় এক ব্যক্তি তার পাটক্ষেতে গিয়ে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।   

বিজিবির কুশখালি বিওপি কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।