নারায়ণগঞ্জে আলাদা ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জে আলাদা দুটি ঘটনায় দুজন নিহত হয়েছেন। এঁদের একজন ব্যবসায়ী, অপরজন রিকশাচালক। আজ সোমবার সকালে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পাঁচদিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাঁচপুর এলাকার একটি পুকুর থেকে ইকবাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মুদি দোকানের এই ব্যবসায়ি বুধবার রাতে নিখোঁজ হয়েছিলেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী কোহিনূর বৃহস্পতিবার সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
এদিকে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তল্লা এলাকায় নিজ ঘরে খাটের নিচ থেকে সকালে মোমিন নামে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী ও তাঁর বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।