ঝালকাঠিতে যৌতুকের মামলায় স্বামী, শ্বশুর গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

ঝালকাঠিতে যৌতুকের মামলায় এক গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে সদর উপজোলার শ্রীমন্তকাঠি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অতুল চন্দ্র দেবনাথ ও তাঁর বাবা নির্মল চন্দ্র দেবনাথ।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের দেবাশীষ মজুমদারের মেয়ে ঝুমা রানী মজুমদারের সঙ্গে শ্রীমন্তকাঠি গ্রামের নির্মল দেবনাথের ২০১৫ সালের ২২ এপ্রিল বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ঝুমা রানীকে নির্যাতন করতেন তাঁর স্বামী ও পরিবারের অন্য সদস্যরা। নির্যাতন সইতে না পেরে তিনি বাবার বাড়ি চলে যান।

এ ঘটনায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ঝুমা রানী মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।