রানিহাটি শতভাগ ‘হাত ধোয়া’ ইউনিয়ন

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. আলাউদ্দিন আজ সোমবার সকালে কৃষ্ণগোবিন্দপুর কলেজে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নকে শতভাগ হাতধোয়া ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের প্রতিটি বাড়ির বাসিন্দা এখন নিয়মিত সাবান দিয়ে হাত ধুচ্ছেন। সঠিকভাবে হাত ধোয়ার পাশাপাশি ইউনিয়নের মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। 

জেলার সিভিল সার্জন ডা. আলাউদ্দিন আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে রানিহাটি ইউনিয়নকে শতভাগ হাতধোয়া ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন। 

এ সময় বক্তব্য দেন কৃষ্ণগোবিন্দপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উন্নয়নকর্মী হাসিব হোসেন। অনুষ্ঠান শেষে সিভিল সার্জন রানীহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। 

এর আগে ইউনিয়নবাসীকে সঠিকভাবে হাত ধোয়া ও তাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি প্রতিটি বাড়িতে সাবান দেওয়া হয়। 

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় একটি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ কর্মসূচি বাস্তবায়ন করে।