বোয়ালমারীতে সাবেক কনস্টেবল হত্যার ঘটনায় মামলা

Looks like you've blocked notifications!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রাজ্জাক মৃধা (৬৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার নিহতের ছোট ভাই আবুল বাশার মৃধা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আটক রেবেকা বেগমসহ (৫৪) আরো পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো তিন-চারজনের নাম রয়েছে মামলায়। 

মামলায় বলা হয়, জমিজমা নিয়ে বিরোধে প্রতিবেশী সিরাজুল ইসলামের স্ত্রী রেবেকা বেগম গতকাল শুক্রবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমির একটি গাছের কাঁঠাল পাড়তে গেলে রাজ্জাক মৃধা তাতে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়। রাতেই পুলিশ রেবেকা বেগমকে আটক করে। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ছানোয়ার হোসেন বলেন, দুপুরে মামলা হয়েছে। রেবেকা বেগমকে আজ ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।  

নিহতের ভাই আবুল বাশার জানান, রাজ্জাক মৃধার লাশ আজ সকালে ময়নাতদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হবে।