উড়তে পারল না ময়ূরপঙ্খি
যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনী ফ্লাইট নিয়ে যেতে পারেনি বাংলাদেশ বিমানের বহরে যোগ দেওয়া নতুন উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খি’। এ ঘটনায় যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিমান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এ ঘটনার জন্য প্রস্তুতি আর সতর্কতার অভাবকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
গতকাল রোববার উদ্বোধন করা হয় ‘ময়ূরপঙ্খি’ ও ‘মেঘদূত’ নামে মিসর থেকে কেনা দুটি কানাডীয় ড্যাশ-৮ বিমান। আজ সোমবার সকাল ৭টায় ময়ুরপঙ্খির চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীবোঝাই বিমানটি রানওয়েতে যাওয়া মাত্র এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে বিমানটিকে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এরপর সৈয়দপুরের উদ্দেশেও ময়ূরপঙ্খির পরবর্তী ফ্লাইটও বাতিল হয়ে গেছে।
যাত্রীরা অভিযোগ করেন, বাজে বিমান কিনে এনে দেশে চালানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার অনেকে রানওয়েতেই বিমান বন্ধ হয়ে যাওয়ায় স্বস্তির কথা বলেন। আর বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে দায়ী করেন।
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এস এম নাসিমুল হাসান বলেন, বিমানের জ্বালানির ফ্লো ভাল্বটি (জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রণ করে) বন্ধ হয়ে যায়। ফ্লো ভাল্ব বন্ধ হয়ে গেলে জ্বালানি যাবে না। জ্বালানি না গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আকাশে বন্ধ হওয়ার চেয়ে মাটিতে বন্ধ হওয়ায় ভালো হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু প্রথম ফ্লাইট, তাই সব কিছুই ঠিক থাকা উচিত ছিল।
রানওয়েতেই উড়োজাহাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।