বিএনপির নেতাকর্মীরা মাঠে নামে না : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির নেতকর্মীদের উদ্দেশে বলেছেন, হরতাল-অবরোধ ডেকে তারা গ্রেপ্তারের ভয়ে মাঠে নামে না। আজ মঙ্গলবার সকালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
গতকাল সোমবার বিকেল ৫টা থেকে সাভারে কাদের সিদ্দিকী ১৬ ঘণ্টা অবস্থান করেন। এখান থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে রওনা হয়েছেন।
সাভার থেকে চলে যাওয়ার সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘দেশের সব ক্ষমতার উৎস সাধারণ মানুষ। বিএনপির উচিত নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো। বিএনপি হরতাল-অবরোধ দিয়ে গ্রেপ্তারের ভয়ে নেতাকর্মীরা মাঠে নামে না ।’
কাদের সিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘আমি স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার কারণে আশুলিয়ার প্রশাসন স্মৃতিসৌধের মূল ফটকের লাইটগুলো বন্ধ করে রেখেছিল, যা দুঃখজনক।’
কাদের সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিক, আতিকুর রহমান, আবু ইউসুফ খান।