ইউ মাস্ট নেগোশিয়েট : বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মতে, দেশে চরম সংকট চলছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের মাধ্যমে সমঝোতা করা উচিত, নয়তো কোনো অরাজনৈতিক বা অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারে।
জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে ‘চলমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী এ সব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি বলেছেন, দেশে চরম সংকট চলছে। সরকারপ্রধানকে এ কথা স্বীকার করতে হবে। দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকলে পুলিশকে কেউ ব্ল্যাংক চেক দিতে পারে না। সরকারকেই আলোচনায় এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন।
সংকট নিরসন প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘একটি মাত্র আসল সমাধান। আচ্ছা, তিনটি মাত্র আসল সমাধান। সংলাপ, সংলাপ, সংলাপ।
মাননীয় প্রধানমন্ত্রী যাবেন না কেন। কথা বলতে সাহস লাগে। ইউ মাস্ট নেগোশিয়েট। তার জন্য উইদাউট ফিয়ার। আপনার যথেষ্ট সাহস আছে। সাহস দেখিয়েছেন। আমরা কি ভাবব, আপনার সাহস নেই? আমি তো বলি না। আপনি একজন সাহসী নারী। সাহসী পিতার সন্তান। এই আহ্বান করার সামর্থ্য-শক্তি আপনার রয়েছে। কিন্তু আপনারই আশপাশে যাঁরা আছেন তাঁরা করতে দিচ্ছেন না।’
পুলিশ দিয়ে দমনের চেষ্টা করে লাভ হবে না জানিয়ে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বলেন, ‘যিনি এই ক্ষমতার সর্বোচ্চ পজিশনে আছেন, আপনার দায়িত্ব দেশের সংকট সমাধান করার প্রথম আহ্বান জানানো। আমরা কেন বারবার একই কথা আপনাকে বলব। সবচেয়ে ভয় আমার। আমাদের ভুলের জন্য, আপনার ভুলের জন্য, বিরোধী দলের ভুলের জন্য বা অন্য কারোর যদি ভুল হয়ে থাকে সেসব ভুলের মাশুলে যদি কোনো অরাজনৈতিক বা অনির্বাচিত সরকার আসে তাহলে যাঁরা সরকারে আছেন তাঁদের ওপরই এই দায়িত্ব বর্তাবে।’ সরকারের সঙ্গে সংলাপে মধ্যস্ততা করতেও রাজি আছেন বলে জানান তিনি।