মানবাধিকার পরিস্থিতি দেখতে ইইউ দল ঢাকা আসছে
দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাবকমিটির একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ সফর হতে পারে। ইইউর এই প্রতিনিধিদল এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ কথা জানিয়েছে।
প্রতিনিধিদলে থাকবেন ইউরোপিয়ান পিপলস পার্টির ভাইস-চেয়ারের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ডেন প্রিডা, সদস্য জোসেফ ওয়েইডেনহোলজার, কেরোল কারসকি। তাঁদের সঙ্গে আরো থাকবেন দুজন কর্মকর্তা এবং ইউরোপীয় পার্লামেন্টের এক উপদেষ্টা। সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সফরে আসছেন। প্রতিনিধিদলের সদস্যরা স্পিকার শিরিন শারমীন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তাঁরা সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
বংলাদেশ এখন কঠিন সময় পার করছে। নতুন নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা হরতাল-অবরোধে দেশে অস্থিরতা বিরাজ করছে। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক পাঠায়নি।