কুড়িগ্রামে পাট উৎপাদন নিয়ে কর্মশালা

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে গতকাল পাট উৎপাদন ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি

পাট উৎপাদন ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে কুড়িগ্রামে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মকবুল হেসেন, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি ইলিয়াছ আলী, ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার জুলফিকার ইসলাম প্রমুখ।

পাট ও পাটজাত পণ্যের ব্যবহার, সম্প্রসারণ ও বাজারজাতকরণের ওপর বিভিন্ন সুপারিশ প্রস্তাব করেন বক্তারা। তাঁরা বলেন, এসব সুপারিশ বাস্তবায়ন করা হলে স্থানীয়ভাবে পাট উৎপাদন করে পরিবেশবান্ধব পণ্য তৈরি এবং বাজারজাত করে বেশি মুনাফা অর্জন করা যায়। এতে করে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং কৃষকের পাশাপাশি আরো অনেক মানুষ পাটজাত পণ্য তৈরিতে কাজ করতে পারবে।