যশোরে বাস্তুহারা লীগের নেতাকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
মঞ্জুর রশিদের মৃত্যুর খবর পেয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আসা স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুর রশিদকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে যশোর শহরের আরএন রোডে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর রশিদ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য। তাঁর বাড়ি সদর উপজেলার হামিদপুর গ্রামে।

মঞ্জুর রশিদের ভাই শাহাদত হোসেন এনটিভি অনলাইনকে জানান, বিকেল ৪টার দিকে মঞ্জুর রশিদ যশোর শহর থেকে ইজিবাইকে করে বাড়িতে ফিরছিলেন। ইজিবাইকটি শহরের আরএন রোডের খালধার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত ইজিবাইকটির কাছে গিয়ে মঞ্জুর রশিদকে গুলি করে। একটি গুলি তাঁর মাথায় বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হোসাইন সাফায়েত এনটিভি অনলাইনকে জানান, হাসপাতালে নেওয়ার আগেই গুলিবিদ্ধ মঞ্জুর রশিদ মারা যান। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী এনটিভি অনলাইনকে বলেন, মঞ্জুর রশিদের হত্যাকারীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।