সীতাকুণ্ডে পিকআপে আগুন, দগ্ধ ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/03/photo-1422981768.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরে পণ্যবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পিকআপচালক ও তাঁর সহকারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঁরা হলেন চালক জিল্লুর রহমান ও তাঁর সহকারী ঝন্টু মিয়া।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান এনটিভিকে বলেন, উপজেলার শেখপাড়া এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করে। এতে আগুন ধরে গাড়িটি সষ্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।