জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বক্তব্য দেন উপাচার্য হারুন-অর-রশিদ। ছবি : এনটিভি

জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে এ অধিবেশন শুরু হয়।

উপাচার্য ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে বার্ষিক বাজেট ও রিপোর্ট পেশ করা হয়।

অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সাংসদ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৩৮ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট অনুমোদিত হয়।

সিনেট সভায় উপাচার্য হারুন-অর রশিদ বলেন,  বিগত তিন বছরের প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে, সেশনজট দ্রুত কমে আসছে। এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ দেশে এক নব অধ্যায়ের সূচনা ঘটবে।

সভায় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ নোমান-উর রশিদ প্রমুখ।

অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল খন্দকার মাহবুবে আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।