ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে শত শত বস্তা সার নষ্ট

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে শত শত বস্তা সার। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিপাতে গোডাউনের বাইরে থাকা শত শত বস্তা ইউরিয়া সার নষ্ট হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই বৃষ্টিপাতে খামাল ভেঙে বস্তার সার বৃষ্টির পানিতে ধুয়ে গেছে।

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কৃষকের চাহিদা পূরণে জেলা সদরের শিবগঞ্জ বাফার গোডাউনে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সরবরাহকৃত সার রাখা হয়। কিন্তু গোডাউনের ধারণক্ষমতার অতিরিক্ত সার রাখতে হয় খোলা আকাশের নিচে।

গোডাউনের ধারণক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। আর সার মজুত রয়েছে প্রায় ২২ হাজার মেট্রিক টন। এর মধ্যে বাইরে আছে প্রায় সাত হাজার মেট্রিক টন সার। 

স্থানীয় কয়েকজন বলেন, প্রবল বর্ষণে খামাল ভেঙে ২৫০ বস্তা সার ধসে পড়ে গেছে। অনেক বস্তার সার বৃষ্টির পানির সঙ্গে ভেসে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের বাফার গোডাউনে সহকারী ব্যবস্থাপক গোলাম মোস্তফা শিকদার বলেন, ‘হঠাৎ প্রচণ্ড বৃষ্টিতে একটি খামাল ভেঙে কিছু সারের বস্তা পড়ে যায়। পড়ে যাওয়া বস্তাগুলো আমরা নিরাপদ জায়গায় স্থানান্তর করে রেখেছি।’