মোসাদ্দেক আলীর মুক্তি চেয়ে মাদারীপুরে মানববন্ধন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় এনটিভি দর্শক ফোরাম ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদারীপুর প্রেসক্লাব চত্বরে এনটিভির মাদারীপুরের স্টাফ করেসপনডেন্ট এম. আর. মুর্তজার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন আরটিভির জেলা প্রতিনিধি সেলিম ফরাজী, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি সাগর হোসেন তামিম প্রমুখ। এতে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান।
মানববন্ধন থেকে মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে বক্তারা সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত রোববার রাত ৮টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।