যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-১০-এর অপারেশন অফিসার খায়রুল আলম আজ বুধবার ভোরে এনটিভি অনলাইনকে বলেন, র্যাবের একটি টহল দল কাঠেরপুল এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুই যুবক। র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি চালালে ওই দুজন নিহত হয়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘কাঠেরপুল এলাকায় মসজিদ রোডে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা গেছে বলে শুনেছি। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।’