কেশব লাল সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী
চিকিৎসক কেশব লাল সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এই দিনে তিনি বোয়ালমারীর বাসভবনে পরলোক গমন করেন।
ডা. কেশব লাল সাহা ব্রিটিশ আমলে কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করেন। মেধার পুরস্কার হিসেবে তিনি স্বর্ণপদক লাভ করেন। পরবর্তী সময়ে এলাকার মানুষের চিকিৎসাসেবায় নিজের জীবন উৎসর্গ করেন।
কেশব লাল সাহা উপমহাদেশের প্রথিতযশা ডা. বিধান চন্দ্র রায়ের প্রিয় ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় কামারগ্রামস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর নিত্য সেবাঙ্গনে প্রয়াত আত্মার শান্তি কামনায় এক প্রার্থনার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।