নরসিংদীতে কৃষককে কুপিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
ময়নাতদন্তের জন্য হাকিম উদ্দিনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছবি : এনটিভি

নরসিংদীর পলাশ উপজেলায় এক কৃষককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার রামপুর বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত হাকিম উদ্দিন (৫০) পলাশ উপজেলার রামপুরের মৃত লাইস উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই গতকাল রাতে হাকিম উদ্দিন স্থানীয় রামপুর বাজারে একটি দোকানে বসে কথা বলছিলেন। রাত ১১টার দিকে পাঁচ-ছয়জনের একটি দল এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে ফেলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।