শিক্ষক ‘লাঞ্ছনা’র অভিযোগে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রামে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করায় এক শিক্ষককে ‘লাঞ্ছিত’ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আজ বুধবার সকালে শিক্ষক, অভিভাবক ও ছাত্ররা কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে।
পরে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ।
ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বেপারী, সহকারী অধ্যাপক আয়নাল কবির, অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের মজিদা কলেজ শাখার সভাপতি প্রভাষক আলী আহমেদ খন্দকার, ‘লাঞ্ছনার শিকার’ শিক্ষক প্রভাষক মামুন সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজা শরীফুদ্দিন আহমেদ রিন্টু ছয় মাস আগে দায়িত্ব গ্রহণ করেন। এ সময়ের মধ্যে কলেজের জেনারেল ফান্ডের আয়কৃত কয়েক লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে শিক্ষকদের একটি অংশ প্রতিবাদ করলে তাঁর পক্ষের বহিরাগত লোকজন তাঁর সম্মুখেই প্রভাষক মামুন সেলিমকে লাঞ্ছিত করেন। তাঁরা অবিলম্বে অধ্যক্ষকে অপসারণ করে বিভাগীয় তদন্তের দাবি করেন।
এ ব্যাপারে মজিদা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজা শরিফুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার কোনো ঘটনা কলেজে ঘটেনি। আমাকে বা গভর্নিং বডিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করা দুঃখজনক। তা ছাড়া সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের তেমন সম্পৃক্ততা ছিল না।’