কুড়িগ্রাম থেকে দুই উপজেলা বাদ দেওয়ার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ
রৌমারী ও রাজীবপুর উপজেলাকে কুড়িগ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন করে জামালপুর জেলার সঙ্গে যুক্ত করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম জজকোর্ট সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাবেক সংসদ সদস্য রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
বক্তারা বলেন, রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষের সঙ্গে কুড়িগ্রাম তথা রংপুর বিভাগের মানুষের আত্মিক সম্পর্কের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। উপজেলাবাসীর মতামত উপেক্ষা করে এ দুই উপজেলাকে জামালপুর জেলার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি জানান, কিছু দিন আগে কয়েকজন সরকারি কর্মকর্তা রৌমারী ও রাজীবপুর উপজেলায় এসে জরিপ করে যান। এই দুটি উপজেলাকে জামালপুর জেলার সঙ্গে যুক্ত করার সম্ভাবনা প্রসঙ্গে তারা কথা বলেন।