চৌদ্দগ্রামে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় সাত যাত্রী নিহতের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে মামলা দুটি হলেও আজ বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। একটি হত্যা মামলা ও আরেকটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমানও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুটি মামলাতেই ৫৬ জনকে আসামি করা হয়েছে। খালেদা জিয়া ছাড়া মামলায় জামায়াতের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় বাকি আসামিদের নাম উল্লেখ করা হয়নি।
সোমবার দিবাগত রাতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আগুনে পুড়ে সাত যাত্রী নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন।
গত ২৬ জানুয়ারি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি এবং ২৪ জানুয়ারি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি মামলায় বিএনপির চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়।